লাগাতার বৃষ্টির জেরে বেড়েছে জলস্তর, ফের ক্ষতিগ্রস্থ বালাসনের বিকল্প ব্রিজ

শিলিগুড়ি, ১৯ জুনঃ লাগাতার বৃষ্টির জেরে ফের একবার ক্ষতিগ্রস্থ বালাসনের বিকল্প ব্রিজ।


জানা গিয়েছে, নদীতে জলের স্ত্রোত বেড়ে যাওয়ায় ব্রিজের বড় একটা অংশ ভেঙে গিয়েছে।এরপরই পিডব্লিুউডি এর তরফে শুরু করা হয়েছে মেরামতির কাজ।জেসিবি দিয়ে চলছে সেতু মেরামতের কাজ।সুরক্ষার কথা মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে সিভিল ডিফেন্স টিম।

এর পাশাপাশি গতবছর বালাসন সেতুর যে ৩ নম্বর পিলার ক্ষতিগ্রস্থ হয়েছিল পিডব্লিুউডি এর তরফে সেই পিলারের পাশে আরও দুটি অতিরিক্ত পিলার তৈরি করা হচ্ছে।      


প্রসঙ্গত, বালাসনের বেইলি ব্রিজের ওপর যাতে বেশি চাপ না পড়ে তার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী হিউম ব্রিজ।এই কারণে ব্রিজটিকে বাঁচানোর সবরকম চেষ্টা করছে পিডব্লিউডি।পাশাপাশি যান চলাচলের ওপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *