ধসের ভয়াবহতা কাটিয়ে এবার তুষারপাত, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিম

শিলিগুড়ি, ১৮ অক্টোম্বরঃ এটাই হল প্রকৃতি। কয়েকদিন আগে প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের বহু এলাকার ছবিটা পালটে গিয়েছিল। বহু রাস্তা ধসে যায়। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে এবার মরশুমের প্রথম তুষারপাত হল সিকিমে।


সোমবার উত্তর সিকিমের লাচেনের কাছে লুংনালায় মরশুমের প্রথম তুষারপাত হয়৷এদিকে মঙ্গলবার থেকে উত্তর সিকিম যাওয়ার পারমিট পেতে শুরু করেছেন পর্যটকেরা।

কয়েকদিন আগে লাগাতার বৃষ্টি শুরু হয় সিকিমে৷উত্তর সিকিমের একাধিক জায়গা ধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল৷ লাচেন, লাচুংয়ে আটকে পড়েন প্রচুর পর্যটক। উদ্ধারকার্য শুরু করে ভারতীয় সেনা৷ কয়েকশো পর্যটককে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়। তবে কয়েকদিনে সিকিমের পরিস্থিতি অনেকটাই ভাল হয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে তুষারপাত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটন মহল। মঙ্গলবার থেকে পর্যটকেরাও উত্তর সিকিম যেতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *