স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম সুমন খারিয়া(২৫)।সে চাঁদমুনি চামটা লাইনের বাসিন্দা।


জানা গিয়েছে, গত ৩১ আগস্ট সুমন খারিয়ার স্ত্রী অঙ্কিতা মাহালীর অস্বাভাবিক মৃত্যু হয়।এরপর ১ সেপ্টেম্বর মৃতার মা কিস্মত মাহালী জামাইয়ের বিরুদ্ধে মাটিগাড়া থানায় খুনের অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সুমন খারিয়াকে গ্রেফতার করে পুলিশ।

আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi giriş