শিলিগুড়ির অরবিন্দপল্লীতে ব্যক্তিকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ শিলিগুড়ির অরবিন্দপল্লীতে এক ব্যক্তিকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের নাম জয়ন্ত মাহাতো, বিক্কি সাহ এবং বায়া সরকার। জানা গিয়েছে, অভিযুক্ত ৩ জনকেই শিলিগুড়ি আদালতে পেশ করে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


প্রসঙ্গত, গত শুক্রবার সকালে অরবিন্দপল্লীতে রহস্যজনকভাবে নীলাভজো দত্তের মৃতদেহ উদ্ধার হয়।এরপরই ঘটনার তদন্ত শুরু করে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্রও উদ্ধার করে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin