শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল উদ্ধার করলো স্পেশাল টাস্ক ফোর্স।ঘটনায় গ্রেফতার এক পাচারকারী।ধৃতের নাম সুজিত বিশ্বাস।ধৃত ব্যক্তি নদীয়া জেলার তাহেরপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার অসম থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস ফুলবাড়িতে দাঁড় করিয়ে তল্লাশি চালায় স্পেশাল টাস্ক ফোর্স।সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হেরোইন তৈরির কাঁচামাল(ক্রুড ব্ল্যাক কালার হেরোইন)।পাচারের জন্য ৪টি প্যাকেটে এই কাঁচামাল নিয়ে যাওয়া হচ্ছিল।
উদ্ধার হওয়া মাদকের ওজন ৪ কেজি ৭৬৯ গ্রাম।যার বাজার মুল্য প্রায় ২ কোটি টাকা।অসম থেকে নদিয়ায় পাচারের উদ্দেশ্য ছিল।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হেরোইন তৈরির কাঁচামাল আনতে নদীয়া থেকে তিনসুকিয়ায় যায় সুজিত।সেখানে কাঁচামাল সংগ্রহ করে বাসে করে নদীয়ায় ফিরছিল সে।এই কাঁচামাল দিয়েই নদীয়ায় তৈরি করা হতো হেরোইন।
এসটিএফ সূত্রে খবর, সুজিত বিশ্বাস এই চক্রে একজন ক্যুরিয়র হিসেবে কাজ করে।এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে।
পরবর্তীতে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে এনজেপি থানা পুলিশের হাতে তুলে দেয় স্পেশাল টাস্ক ফোর্স।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।