করোনায় আতঙ্কিত? শিলিগুড়িতে সচেতন করতে ঘরে ঘরে কোভিড কেয়ার নেটওয়ার্ক

শিলিগুড়ি, ৭ জুলাইঃ শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।আতঙ্কে শহরবাসী।এই অবস্থায় শহরবাসীকে সচেতন করতে রাস্তায় নামলো কোভিড কেয়ার নেটওয়ার্ক।


এই সংগঠনে করোনা জয়ী ডাক্তার, নার্স ও বিভিন্ন মহলের মানুষ রয়েছেন।আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আলোচনায় বসেন সদস্যরা।এরপর শিলিগুড়ির ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের মানুষকে সচেতন করার জন্য পৌঁছান সকলে।সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন ডাক্তাররা।এরপর চম্পাসারি মোড়, থানা মোড়ে পথসভার মাধ্যমে সচেতনতা প্রচার করেন সকলে।

এদিন ডাঃ অভিজিৎ চৌধুরি বলেন, একটি হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। সেই নম্বরে মানুষ ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন। আমরা সেই সমস্যা সমাধানের চেষ্টা করবো। পাশাপাশি একটি পোর্টালও খোলা হবে শিলিগুড়ি বাসীর জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *