শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

শিলিগুড়ি,১৩ জানুয়ারিঃ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত হল ২০২২-২৩ ক্রীড়া প্রতিযোগিতা।শুক্রবার শিলিগুড়ির কাজনজঙ্ঘা স্টেডিয়ামে এই ক্রিড়া প্রতিযোগিতার সূচনা করলেন মেয়র গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের সদস্যরা।


এদিন খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান শিলিগুড়ির বিশিষ্ঠ অ্যাথলেট আসরফ আলী। ১৫ তারিখ পর্যন্ত প্রতিযোগিতা চলবে। ১১২ টি ইভেন্টে মোট ১৭ টি দল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি ও পার্শ্ববর্তী  এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ৬১৮ জন অ্যাথলেট অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। রেস ওয়াকিং নামে একটি নতুন ইভেন্ট এবছরের ক্রিড়া প্রতিযোগিতায় যুক্ত হয়েছে । ১৫ তারিখ খেলায় অংশগ্রহণ কারীদের চুড়ান্ত পর্বের ফলাফল ঘোষনা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *