শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র পালের তৃতীয় প্রয়ান দিবসে শ্রদ্ধা জানালেন মেয়র গৌতম দেব।
১৯৯৪ সাল থেকে দীর্ঘ কয়েকবছর এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন কৃষ্ণ চন্দ্র পাল।এদিন ২৩ নম্বর ওয়ার্ডে সুর্যনগর ময়দানের সামনে স্বর্গীয় কৃষ্ণ চন্দ্র পালের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মেয়র গৌতম দেব।এদিন কৃষ্ণ চন্দ্র পালের স্মৃতি চারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পাল, প্রয়াত কৃষ্ণ চন্দ্র পালের ভাই বাবলু পাল সহ অন্যান্যরা।
মেয়র গৌতম দেব বলেন, কৃষ্ণ পালের এই শূন্যতা পূরণ করতে প্রচুর সময় লাগবে। তিন বছর কেটে গেলেও তার শূন্যতা থেকেই গেছে।