কালিম্পঙের কুমোদিনী হোমসের ২১ জন সদস্যকে সুইজারল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করলেন সাংসদ  

শিলিগুড়ি, ১১ জুলাইঃ রবিবার রাতে আন্তর্জাতিক মার্চিং ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া কালিম্পং দলের ২১ জন সদস্যকে কথা দিয়েছিলেন সুইজারল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করবেন।তা বাস্তবায়িতও করলেন সাংসদ রাজু বিস্ত।


রবিবার কালিম্পং এর কুমোদিনী হোমস স্কুলের ২১ জন সদস্যের একটি দলের বাগডোগরা থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে সুইজারল্যান্ডের জুরিখে যাওয়ার কথা ছিল।পাইপ এবং ড্রামস প্রতিযোগিতায় গোটা দেশের মধ্যে একমাত্র কালিম্পং থেকে ২১ জনের এই দল প্রতিনিধিত্ব করতে যাচ্ছিল।

এই কারণে গতকাল বিকেল সাড়ে ৪টার বিমান ধরতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় ২১ সদস্যের দলটি।তবে ২ ঘণ্টা আগে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয় কোনো কারণে তাদের বিমান বাতিল করা হয়েছে।বিমান বাতিলের খবর শুনেই ক্ষুব্ধ হন তারা এরপর বিমানবন্দরেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।এই খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।ব্যান্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ সকালে বিমানবন্দরে পৌঁছে কালিম্পংয়ের ২১ সদস্যের দলকে বিদায় জানান।


এই বিষয়ে সাংসদ রাজু বিস্ত জানান, গতকাল মুম্বাই যাওয়ার বিমান বাতিল হয়েছে।এরপর নিজ খরচে এই ২১ সদস্যের দলকে সুইজারল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হল।

এই বিষয়ে কুমোদিনী হোমস এর সহকারী শিক্ষক রাজেশ বোশাল জানান, গতকাল তার স্কুলের পড়ুয়াদের বিমান বাতিল হয়।এরফলে তারা হতাশ হয়ে পড়ে।তবে এই কঠিন সময়ে সাংসদ রাজু বিস্ত সাহায্য করেন।গতকাল রাতে সাংসদ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ পূরণ করলেন।এরজন্য সাংসদকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *