শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ টাকা দিয়ে কাটতে হবেনা টিকিট। বিনামূল্যেই সিনেমা দেখতে পারবেন শিলিগুড়িবাসী। আগামী ১২ জানুয়ারি থেকে দীনবন্ধু মঞ্চে জন্ম শতবর্ষে সত্যজিৎ রায় স্মরণে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। দীনবন্ধু মঞ্চ উপদেষ্ট মণ্ডলী, তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে।
সোনার কেল্লা, জলসাঘর, জয়বাবা ফেলুনাথ, পথের পাচালী, প্রতিদ্বন্দী, অপরাজিত, অপুর সংসার, মহানগর, নায়ক, হীরক রাজার দেশে, পরশ পাথর, চারুলতা, গুপী গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি সিনেমা দেখানো হবে।
বিকেল ৪ টা ও সন্ধ্যে ৭ টায় সিনেমা দেখানো হবে। টাকা দিয়ে টিকিট না লাগলেও প্রবেশপত্র দীনবন্ধু মঞ্চ ও বরো অফিসগুলিতে পাওয়া যাবে।সেখান থেকে বিনামূল্যে তা পাওয়া যাবে। ১২ জানুয়ারি বিকেলে দীনবন্ধু মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সেদিন উদ্বোধনের আগে একটি শোভাযাত্রাও হবে।