শিলিগুড়ি, ২১ অক্টোম্বরঃ আর দুদিন পরেই শ্যামাপুজোয় মেতে উঠবে বাঙালি।শ্যামাপুজোর পরই রয়েছে ছট পুজো।শ্যামাপুজোর বিসর্জন এবং ছট পুজোর আগে শিলিগুড়ির বিভিন্ন নদীঘাট পরিদর্শন করছেন মেয়র গৌতম দেব।
শুক্রবারও পুরনিগমের ইঞ্জিনিয়ার, মেয়র পারিষদদের নিয়ে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট সহ ৪, ৫ ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ছট ঘাট পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।
মালবাজারের ঘটনার পুনরাবৃত্তি হবে না বিভিন্ন নদীঘাট পরিদর্শনের পর এমটাই জানান মেয়র।