প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।কোভিড আক্রান্ত হওয়ার পর গত ১১ জানুয়ারি তাকে ভর্তি করা হয় মুম্বাই এর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।গত ২৯ দিনের লড়াই শেষে করে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
লতা মঙ্গেশকর প্রয়াণে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।আগামীকাল রাজ্যেও অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা।আজ সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।
ভারতীয় সঙ্গীত জগতে অসামান্য অরদান রয়েছে লতা মঙ্গেশকরের।দীর্ঘ কয়েক দশক ধরে তার কন্ঠের যাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তিনি।মাত্র ১৩ বছর বয়সে মারাঠি ভাষায় প্রথম গান রেকর্ড করেন তিনি।তার দীর্ঘ কর্মজীবনে ৩৬টি ভাষায় প্রায় ৩০ হাজারেরও বেশী গান রেকর্ড করেছেন তিনি।বাংলা ভাষাতেও বহু গান রেকর্ড করেছেন তিনি।
বহু সম্মানে সম্মানিত হয়েছে সুর সম্রাজ্ঞী।২০০১ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন।জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরষ্কার সহ বহু সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।