শিলিগুড়ি, ২৮ নভেম্বর: দেশবিরোধী কার্যকালাপে যুক্ত থাকার অভিযোগে নকশালবাড়িতে ফ্রান্সিস এক্কা নামে একজনকে ধরেছে ভারতীয় সেনাবাহিনী। পরে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পানিঘাটা ফাঁড়ির পুলিশ।
ধৃতকে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতের বাড়ি থেকে রেডিও অ্যাক্টিভ পদার্থ পাওয়া গিয়েছে।এ দিকে ধৃত ব্যক্তি ফরেস্ট ভলেন্টিয়ারের কাজ করতো। তাঁর স্ত্রী নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।
কিছুদিন আগে বিহার থেকেও রেডিও অ্যাক্টিভ পদার্থ সহ বেশ কয়েকজন ধরা পড়ে। ফ্রান্সিসের সঙ্গে তাঁদের যোগ রয়েছে বলে পুলিশের সন্দেহ। যেকারণে বিহারেও যেতে পারে পুলিশ।
এদিকে ঘটনার পর ফ্রান্সিসের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।