কোচবিহার,২০ এপ্রিলঃ প্রশাসনের কড়া নির্দেশের পরও লকডাউন উপেক্ষা করে অপ্রয়োজনেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষ।প্রশাসনের তরফে বারবার মানুষকে সতর্ক করা হছে।তবু হুঁশ ফিরছে না কিছু মানুষের।
সোমবার কোচবিহারে ধরা পড়ল তেমনই কিছু চিত্র।এদিন রাস্তায় বেশ কয়েকটি টোটো চলাচল করতে দেখা যায়।এছাড়াও প্রচুর মানুষকে অপ্রয়োজনেই রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়।অন্যদিকে অন্যান্য দিনের মতো শহরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় পুলিশ।রাস্তায় বের হওয়া টোটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষদের কান ধরে ওঠবস করানো হয় পুলিশের তরফে।পাশাপাশি ফের একবার সতর্ক করা হয় তাদের।