শিলিগুড়ি, ২৫ মার্চঃ শিলিগুড়ির চম্পাসারি এলাকায় দুটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণে বেআইনি মদ উদ্ধার করলো আবগারি বিভাগ।ঘটনায় গ্রেফতার চারজন।ধৃতদের নাম অঙ্কিত কুমার মহারাজ, অনিল কুমার পাসওয়ান, রাম বাবু পাসওয়ান এবং অরবিন্দ কুমার সিং।ধৃতরা বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে , বাঁধাকপি এবং ফুলকপির বস্তার আড়ালে দুটি গাড়িতে করে সিকিম থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল মদ।গোপন সূত্রে এই খবর পায় আবগারি বিভাগ।এরপরই চম্পাসারি এলাকায় অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করা হয়।তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় ৭২ কার্টন মদ।৭২টি কার্টনে প্রায় ৬৪৮ লিটার অবৈধ মদ উদ্ধার হয়েছে।ঘটনায় গ্রেফতার করা হয় ৪ জনকে।
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ টাকা।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে আবগারি বিভাগ।