শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর কাওয়াখালির মাঠে আয়োজিত হতে চলেছে লক্ষ কন্ঠে গীতা পাঠ।তার আগে কাওয়াখালি ময়দানে খুঁটি পুজো সম্পন্ন করা হল।
এদিন বিভিন্ন আচার ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুরুক্ষেত্র থেকে আনা মাটি ও বিভিন্ন তীর্থস্থানের জল কাওয়াখালির মাঠে অর্পণ করে খুঁটি পূজা করা হয়।খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, গৌড়ীয় মঠের সন্ন্যাসী ভক্তিবেদান্ত স্বজন মহারাজ সহ অন্যান্যরা।
এদিন প্রদীপ্তানন্দ মহারাজ জানান, মানব সভ্যতার অবক্ষয়, চারিদিকে ব্যাভিচার, দুর্নীতি, ধর্ষণ এই অবস্থায় একমাত্র শ্রীমদ ভগবত গীতা আমাদের পথ দেখাবেন।একমাত্র শ্রীমদ ভগবত গীতার মধ্যে দিয়ে মানব সভ্যতার উন্নতি হবে।
অন্যদিকে বাংলাদেশে ঘটে যাওয়া সংখ্যালঘুদের প্রতি আক্রমণ প্রসঙ্গে মুখ খোলেন গৌড়ীয় মঠের সন্ন্যাসী ভক্তিবেদান্ত স্বজন মহারাজ।