শিলিগুড়ি সংলগ্ন ফকদইবাড়িতে লোকনাথ মন্দিরে চুরি

শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ অঞ্চলের ফকদইবাড়ি এলাকায় লোকনাথ মন্দিরে চুরি।ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।


জানা গিয়েছে, শনিবার রাতে লোকনাথ মন্দিরের তালা ভাঙ্গার চেষ্টা করেছিল দুষ্কৃতিরা।তবে তালা ভাঙতে না পেরে হুক দিয়ে লোকনাথ বাবার মূর্তি টেনে নিয়ে এসে সোনার টিপ, দুটি চোখ, সোনার চেন ও বালা নিয়ে চম্পট দেয়।

রবিবার সকালে মন্দিরে পুজো দিতে গেলে ঘটনা নজরে আসে স্থানীয় এক দোকানদারের।এরপর খবর দেওয়া হয় এলাকার পঞ্চায়ত সদস্য এবং আশিঘর ফাঁড়ির পুলিশকে।পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।


এদিন স্থানীয়রা জানান, সোনার বিভিন্ন অলঙ্কার চুরি গিয়েছে।এর আগেও এই মন্দিরে এমন ঘটনা ঘটেছিল।

 

One thought on “শিলিগুড়ি সংলগ্ন ফকদইবাড়িতে লোকনাথ মন্দিরে চুরি

  1. Prasanta Roy says:

    চোর জানতো ঠাকুরের অলঙ্কার সোনার তৈরী, নতুবা কি করে ঠিক নিশানা করে ঐসব অলঙ্কার সোনার। চোর বেশী দুরের না আশে পাশেরই, কারা কারা জানতো ঐ ঠাকুরের অলঙ্কার সোনার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis