১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, ৪ জুন ভোট গণনা

নিউজ ডেস্কঃ দিল্লীর বিজ্ঞানভবনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন।১৮ তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।৭ দফায় ৫৪৩টি আসনে হবে লোকসভা ভোট।


বাংলায় ভোট গ্রহণ হবে ৭ দফায়। এছাড়াও উত্তরপ্রদেশ ও বিহারেও ৭ দফায় ভোট গ্রহণ করা হবে।

১৯ এপ্রিল প্রথম দফায় শুরু হবে নির্বাচন।এদিন উত্তরবঙ্গের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। কোচবিহার,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে।


২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ,দার্জিলিং,বালুরঘাটে ভোট হবে।

৭ মে তৃতীয় দফায় মালদা উত্তর,মালদা দক্ষিণ,জঙ্গিপুর,মুর্শিদাবাদ ভোট গ্রহণ হবে।  

১৩ মে চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর,রানাঘাট,বোলপুর,বীরভূম,বর্ধমান পূর্ব,বর্ধমান দুর্গাপুর,আসানসোল।  

২০ মে পঞ্চম দফায় হাওড়া,উলুবেড়িয়া,হুগলী, শ্রীরামপুর,ব্যারাকপুর,বনগাঁ এবং আরামবাগে ভোট গ্রহণ।

২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে কাথি,তমলুক, ঘাটাল, পুরুলিয়া, বাঁকুড়া,বিষ্ণুপুর,মেদিনীপুর,ঝাড়গ্রাম।  

১ জুন সপ্তম দফায় কলকাতা উত্তর,কলকাতা দক্ষিণ,দমদম,বারাসাত,জয়নগর,যাদবপুর ডায়মন্ড হারবার, মথুরাপুর,বসিরহাটে ভোট হবে।

এবারের ভোটারের সংখ্যা প্রায় ৯৭ কোটি।সাড়ে ১০ লক্ষেরও বেশি ভোটদান কেন্দ্র রয়েছে।লোকসভা নির্বাচনের আগেই দেশের ২৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার।আগামী ৪ জুন লোকসভা ভোটের গণনা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *