হাই মাদ্রাসার উপরে হাই ভোল্টের বিদ্যুতের তার, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

রাজগঞ্জ, ৩১ মার্চঃ হাই মাদ্রাসার উপর দিয়ে হাই ভোল্টের বিদ্যুতের তার।বিষয়টি বিদ্যুৎ দপ্তরের জানা থাকলেও তার সরানো হচ্ছেনা বলে অভিযোগ।ফলে আতঙ্কে রয়েছেন রাজগঞ্জের বালাবাড়ি এক্রামিয়া হাই মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সহ সকলে।


জানা গিয়েছে, রাজগঞ্জের সন্ন্যাসীকাটার বালাবাড়ি এক্রামিয়া হাই মাদ্রাসার উপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার রয়েছে।যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ওই তার ছিড়ে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।

স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বিদ্যুতের তার সরানোর জন্য ফুলবাড়ি বিদ্যুৎ সরবরাহ দপ্তরে লিখিতভাবে জানানো হয়।তারপরও স্কুলের উপর থেকে সেই তার সরানো হয়নি বলে অভিযোগ।


এই বিষয়ে অভিভাবকরা বলেন, স্কুলের উপর বিদ্যুতের তার থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।তাই আতঙ্কের মধ্যে রয়েছেন।অবিলম্বে তার সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।

স্কুল পরিচালন কমিটির সদস্য তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌকত আলি বলেন, বিষয়টি বিদ্যুৎ সরবরাহ দপ্তরে একাধিকবার জানানো হয়েছে।কিন্তু আজও তার সরানো হয়নি।ভোট শেষ হলে পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে আন্দোলনে নামা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *