নতুন ভাবে সেজে উঠতে চলেছে মহানন্দা, সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে গ্রীন সিটি মিশন প্রকল্প এবং মহানন্দা নদীর তীরবর্তী ২২টি ঘাটের সৌন্দর্যায়ন ও উন্নতিকরণ প্রকল্পের সূচনা হল সোমবার।


এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রকল্পের সূচনা করেন শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য।এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রামভজন মাহাতো, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার, চেয়ারম্যান দিলীপ সিং, মেয়র পারিষদ শরদিন্দু চক্রবর্তী, কমল আগরওয়াল, মুকুল সেনগুপ্ত,সহ অন্যান্যরা। 

মহানন্দা দূষণ রোধ ও নতুন সাজে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুরনিগম।তাদের এই চিন্তাধারাকে বাস্তবায়িত রূপ দিতে সহযোগিতার হাত বাড়িয়েছে কেন্দ্র সরকারের গ্রীন সিটি মিশন।মোট ১০ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন করা হবে এই প্রকল্পের কাজ।শালুগাড়া থেকে নৌকাঘাট পর্যন্ত মহানন্দা নদীর মোট ২২টি ঘাটের উন্নতিকরন ও সৌন্দর্যায়ন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *