নকশালবাড়ি, ২ অক্টোবরঃ নকশালবাড়ি ব্লক কংগ্রেসের তরফে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মজয়ন্তী পালন করা হল।
শনিবার বাগডোগরা বিহার মোড়ে গান্ধীজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের সদস্যরা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, ব্লক সভাপতি অমিতাভ সরকার সহ অন্যান্যরা।
এদিন প্রদীপ ভট্টাচার্য জানান, গান্ধীজির আন্দোলন শুধু নয় গান্ধীজির জীবনাচরণ আমাদের কাছে প্রাসঙ্গিক।বৈভব ত্যাগ করে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের কথা শুনতে হবে,গরীবদের পাশে দাঁড়াতে হবে।রাজ্য ও কেন্দ্র গান্ধীকে বুঝতে চাইছে না।গান্ধীজির চশমা ব্যবহার করে, গান্ধীজির কথা বলেন কিন্তু গান্ধীজির চিন্তার ভাবপূঞ্জ তা কোনোটাই মানেন না।