শিলিগুড়ি, ১ এপ্রিলঃ শিলিগুড়ির জংশন এনবিএসটিসি বাস স্ট্যান্ডে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, সোমবার সকালে কোচবিহারের বাসিন্দা ডলি দাস তার মাকে নিয়ে নেপালে যাওয়ার জন্য এনবিএসটিসি বাসে করে শিলিগুড়িতে পৌঁছান।বাস স্ট্যান্ডে নামার সময়ই তার হাত থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় এক দুষ্কৃতি।ঘটনার পর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন ডলি দাস।
এদিন ডলি দাস বলেন, মাকে নিয়ে নেপালে যাওয়ার জন্য এসেছিলাম।বাস থেকে নামার সময়ই মোবাইল ছিনতাই হয়।পরে পুলিশে অভিযোগ করি।