ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ পুরনিগম, প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের

শিলিগুড়ি,১৮ অক্টোবরঃ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ শিলিগুড়ি পুরনিগম।প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।মঙ্গলবার সংস্থার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।


শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যদের অভিযোগ, শিলিগুড়িতে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।কিন্তু এতোকিছুর পরেও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ শিলিগুড়ি পুরনিগম।শহরজুড়ে যত্রতত্র যেমন আবর্জনা পড়ে রয়েছে তেমনি ঠিকমতো নর্দমাগুলি পরিষ্কার করা হচ্ছে না।এছাড়াও শহরের নার্সিংহোম ও প্যাথলজি ল্যাবগুলি এই আতঙ্ককে কাজে লাগিয়ে রোগীদের লুটছে।এসবের বিরুদ্ধে আজ তাদের এই কর্মসূচি।

সংস্থার সদস্য অভিজিৎ মজুমদার বলেন,বর্তমান পুরবোর্ড শুধু প্রতিশ্রুতি দিতে এসেছে।কাজের ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ।ডেঙ্গু নিয়ন্ত্রণে তাই সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছি আমরা।পাশাপাশি শহরের নার্সিংহোমগুলির ওপর লাগাম টানার দাবি রাখছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *