শিলিগুড়ি, ২২ মার্চঃ ২৬ এর নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ শুরু তৃণমূলের।শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি গ্রহণ করলেন মেয়র গৌতম দেব।
এদিনের কর্মসূচিতে মেয়র গৌতম দেবের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত, বরো চেয়ারপার্সন মিলি শীল সিনহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।এদিন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র।
এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, এই কর্মসূচির সঙ্গে নির্বাচনের কোন ব্যাপার নেই।আমরা বিভিন্ন সময়ে মানুষের অসুবিধে জানার জন্য তাদের সাথে সংযোগ তৈরি করার চেষ্টা করি।সেভাবেই আজ ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কোন অসুবিধা রয়েছে কিনা তা দেখতে এসেছি।