ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন, মারা গেলেন ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নান্টু পাল

শিলিগুড়ি, ৩১ অক্টোম্বরঃ ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন, ছিল কিডনির অসুখ৷ শিলিগুড়িতে নার্সিংহোমেই মারা গেলেন নান্টু পাল৷হাকিমপাড়ায় একটি নার্সিংহোমে মারা গেলেন ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নান্টু পাল৷


বেশকিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন৷এরপর পরিবারের তরফে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়৷প্লেটলেটও কমে গিয়েছিল বলে পরিবার সূত্রে খবর।সোমবার সকালে তিনি নার্সিংহোমে মারা যান৷

জানা গিয়েছে, নান্টু পাল একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।বাড়িতে স্ত্রী ও ১৩ বছরের ছেলে রয়েছে৷ এদিন মৃতের কাকা প্রণব পাল জানান, কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল নান্টু৷ প্রথমে রক্ত পরীক্ষা করা হলেও ডেঙ্গি ধরা পড়েনি৷ রবিবার নার্সিংহোম থেকে ফের রক্তের নমুনা পরীক্ষা হলে ডেঙ্গি ধরা পড়ে৷ তবে কিডনিরও অসুখ ছিল।


 

One thought on “ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন, মারা গেলেন ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নান্টু পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *