মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে শিলিগুড়িবাসীকে ফের মাস্কের ব্যাবহার নিয়ে সচেতন করতে পথে নামলো ক্লাব 

শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ করোনার প্রকোপ কিছুটা কমতেই উধাও মাস্কের ব্যাবহার। বিনা মাস্কেই শহরজুড়ে ঘুরে বেড়াচ্ছে অনেকেই। তাই আবারও মানুষকে সচেতন করতে মাস্ক হাতে রাস্তায় নামলো ১ নম্বর ডাবগ্রামের সুর্যনগর স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে তাদের কর্মসূচী শুরু হয়। 
প্রসঙ্গত দুর্গাপুজো শেষ হতেই রাজ্যে ফের করোনার আক্রান্তের গ্রাফ উর্ধমূখী। আবারও সকলকে মাস্ক পরার আবেদন জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবার উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খোদ শিলিগুড়িবাসীকে মাস্ক পরার আবেদন জানান। মুখ্যমন্ত্রীর এই আবেদনকে বাস্তবায়িত করতে এই সচেতনতামূলক কর্মসূচী করল ১ নম্বর ডাবগ্রামের সুর্যনগর স্পোর্টিং ক্লাব। 
ক্লাবের পক্ষ থেকে বেদব্রত দত্ত বলেন, করোনার প্রকোপ এখনও শেষ হয়ে যায়নি, মুখ্যমন্ত্রী নিজে শিলিগুড়িবাসীকে মাস্ক পড়ার আবেদন করেছেন। ক্লাবের তরফে এই কর্মসূচী এখন নিয়মিত চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *