আ্যম্বুলেন্স চালকের গাফিলতিতে মায়ের গর্ভেই মৃত্যু শিশুর, চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কালচিনি, ৬ ডিসেম্বরঃ আ্যম্বুলেন্স চালকের গাফিলতিতে মায়ের গর্ভেই মৃত্যু শিশুর।এই অভিযোগ ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল কালচিনিতে।


জানা গিয়েছে, গত রবিবার কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া এলাকার বাসিন্দা হাসান আনসারীর গর্ভবতী স্ত্রী খুরেশা খাতুনকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হলে মহিলাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে থাকা আ্যম্বুলেন্স চালক মহিলার পরিবারের কাছে ৩০০ টাকা দাবি করে।অভিযোগ, সেই টাকা দিতে রাজি না হওয়ায় চালক গর্ভবতী মহিলাকে আ্যম্বুলেন্স থেকে নামিয়ে দেয়।সেখানে বচসার পর অন্য একটি আ্যম্বুলেন্সে করে তাকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায়।তবে অকেটা দেরি হয়ে যায়।গর্ভে থাকা শিশুকে মৃত বলেন হাসপাতালের চিকিৎসকেরা।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে ক্ষোভ প্রকাশ করেন মহিলার পরিবারের সদস্যরা।আ্যম্বুলেন্স চালকের বিরুদ্ধে কালচিনি থানায় অভিযোগও দায়ের করেন।অ্যাম্বুলেন্স চালকের শাস্তির দাবি জানান তারা।


এই বিষয়ে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুভাষ কুমার কর্মকার জানান, অভিযোগ পেয়েছি।এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে যে নির্দেশ দেওয়া হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *