১২টাকা কিলো দরে মিলবে জৈব সার, সার বিক্রয় স্টলের উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ এখন থেকে ১২টাকা কিলো দরে মিলবে জৈব সার।এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।


জানা গিয়েছে, সার তৈরির প্রক্রিয়াকরণ শুরু হয়েছে আগেই।এবার তা ব্যবহারের জন্য বাজারে নিয়ে এল শিলিগুড়ি পুরনিগম।ইতিমধ্যে বিভিন্ন চা বাগান সহ অন্যান্য জায়গা থেকে এর চাহিদা তৈরি হয়েছে।শিলিগুড়ি পুরনিগম ও ক্যাপাসিটিস এর যৌথ উদ্যোগে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল জৈব সার বিক্রয়।পুরনিগমের সামনে থাকা একটি স্টল থেকে বিক্রয় করা হবে এই জৈব সার।

এদিন এই স্টলের উদ্বোধন করেন মেয়র অশোক ভট্টাচার্য।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রামভজন মাহাতো, জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত এবং শংকর ঘোষ।


মেয়র জানান আপাতত ২ ও ১৭ নম্বর ওয়ার্ড ও বিধান মার্কেটের পচনশীল দ্রব্য সংগ্রহ করেই এই সার তৈরি করা হচ্ছে।প্রতিদিন প্রায়  ২কুইন্টাল সার তৈরি করা হবে যা মানুষের চাহিদা মেটাবে।পরবর্তীতে আরো ১৪টি ওয়ার্ডকে এই প্রক্রিয়ায় সামিল করা হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *