উত্তরবঙ্গ মেডিক্যালে ‘দিদিমণির ক্যান্টিন’, রোগীর পরিজনদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছেন শিক্ষিকা

শিলিগুড়ি, ২৭ জুনঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন বহু রোগী ও তার পরিবার পরিজন।করোনা মোকাবিলায় রাজ্যের বিধিনিষেধের জেরে বন্ধ গণপরিবহন।এই পরিস্থিতিতে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবার পরিজনদের ভরসা ‘দিদিমণির ক্যান্টিন’।বিনামূল্যে তাদের খাবারের ব্যবস্থা করছেন স্কুল শিক্ষিকা সুনন্দা সরকার।  


দুপুর ২টো বাজতেই মেডিক্যাল চত্বরে হাজির হয় দিদিমণির ক্যান্টিন।বিভিন্ন দিন মেনুতে থাকে ভাত, ফ্রাইড রাইস, ডিম, মাংস, পনির, সয়াবিন।

শিক্ষিকা সুনন্দা সরকার জানান, গত ১৪মে থেকে খাবারের ব্যবস্থা করছি।প্রয়াত ঠাকুরমা আশলতা ফাউন্ডেশন এর নামে এই কাজ করছি।যতদিন রাজ্যে বিধিনিষেধ চলবে ততদিন খাবারের ব্যবস্থা করবো।প্রতিদিন প্রায় দুই শতাধিক রোগীর পরিজন,স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক তার রান্না করা খাবার খাচ্ছেন।তার এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন তার স্বামী এবং মিঠু পাল ও অমল পাল।


অন্যদিকে এই পরিস্থিতিতে দিদিমনির ক্যান্টিনের খাবার পেয়ে খুশি রোগীর পরিজনেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *