শিলিগুড়িতে ১৩ দফা দাবি নিয়ে আয়োজিত হল দার্জিলিং জেলা মিড-ডে-মিল কর্মী ইউনিয়নের প্রথম সম্মেলন

শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ রবিবার বামপন্থী শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড-ডে-মিল কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলার রন্ধন কর্মীদের নিয়ে প্রথম সম্মেলন আয়োজিত হল শিলিগুড়িতে।এই সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ মিড-ডে-মিল কর্মী ইউনিয়নের সদস্যরা তাদের নানান সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।


জানা গিয়েছে, এদিন হিলকার্ড রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে পশ্চিমবঙ্গ মিড-ডে-মিল কর্মী উনিয়নের এক মিছিল বের করা হয়।মিছিলটি হাসমি চক হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে এসে শেষ হয়।এরপর স্টেডিয়ামের হল ঘরে আয়োজিত হয় পশ্চিমবঙ্গ মিড-ডে-মিল কর্মী ইউনিয়নের প্রথম সম্মেলন।

এদিন সম্মেলনে নুন্যতম ২১ হাজার টাকা ভাতা, নিয়মিতভাবে বেতন প্রদান, মাধ্যমিক স্তর পর্যন্ত মিড ডে মিল চালু, নিযুক্ত কর্মীদের কোনভাবেই বরখাস্ত করা যাবে না, প্রত্যেক রন্ধন কর্মীকে পরিচয় পত্র দিতে হবে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *