আগামী ৬ অক্টোবর বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের তরফে মিনি ম্যারাথনের আয়োজন  

শিলিগুড়ি, ২ অক্টোবরঃ আগামী ৬ অক্টোবর বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের তরফে ৩৭ তম মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।করোনা অতিমারির জেরে ২১ কিলোমিটারের বদলে ১০ কিলোমিটার মিনি ম্যারাথন অনাড়ম্বরভাবেই করা হবে।শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা।  


এদিন মিনি ম্যারাথন এর কো-অর্ডিনেটর অখিল বিশ্বাস বলেন,  এই ম্যারাথনে পুরুষ ও মহিলারা উভয়েই অংশগ্রহণ করছে।মিনি ম্যারাথন শুরু হবে সকাল ৭টায়।মাটিগাড়ার রয়েল অ্যাকাডেমি থেকে শুরু হয়ে দার্জিলিং মোড়, সেবক মোড় পানিট্যাঙ্কি মোড় হয়ে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে শেষ হবে। স্বাস্থ্যবিধি মেনে মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীদের করোনা পরীক্ষা করা হবে।পাশাপাশি একটি বেসরকারী হাসপাতালের সহযোগিতা নিয়ে মিনি ম্যারাথন অংশগ্রহণকারীদের দৌড়ানোর সময় শারীরিক দক্ষতা আছে কিনা তা পরীক্ষা করা হবে।ম্যারাথনে অংশগ্রহনের জন্য ৫ অক্টোবর থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রতিযোগীরা।

ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় টেবিল টেনিস কোচ অমিত দাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *