শিলিগুড়ি, ২৬ মার্চঃ রাম নবমীর দিন ১২ ঘন্টা মদের দোকান এবং পানশালা বন্ধের দাবী জানিয়ে শিলিগুড়ি আবগারি দপ্তরে স্মারকলিপি প্রদান করলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
আগামী ৬ এপ্রিল রাম নবমী।গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতে বিশাল শোভাযাত্রা বের করা হবে।এই শোভাযাত্রায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেইকারণে মদের দোকান এবং পানশালা ১২ ঘন্টা বন্ধ রাখার দাবি জানানো হয়।
এর আগেও মুখ্যমন্ত্রীর কাছে মদের দোকান এবং পানশালা বন্ধের দাবী জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তাতে কোনো সদুত্তর না মেলায় আজ শিলিগুড়ি আবগারি দপ্তরে ফের স্মারকলিপি প্রদান করা হয়।
বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা জানান, রামনবমীর দিন কোন মদের দোকানের সামনে ঝামেলা হলে সেই মদের দোকান বঙ্গীয় হিন্দু মহা ঞ্চের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে।অবিলম্বে কোনোরকম পদক্ষেপ বা কোনো বিজ্ঞপ্তি জারি না করা হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তারা।