শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ শিলিগুড়িতে ফের এক মহিলার সঙ্গে ছিনতাইয়ের ঘটনা।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে প্রধাননগর থানা অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির চার নম্বর গলিতে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, বাঘাযতীন কলোনির বাসিন্দা পাপড়ি মুখার্জীর সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে।এদিন টোটো থেকে নেমে পায়ে হেঁটেই বাড়িতে যাচ্ছিলেন মহিলা।সেইসময় বাইকে করে দুই দুষ্কৃতি আসে এবং তার হাতে থাকা ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।
মহিলা জানান, সেই ব্যাগে নগদ টাকা, মোবাইল ফোন এবং জরুরি নথীপত্র ছিল।ঘটনার পরই খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে।পুলিশ পৌঁছে এলাকার সিসিটিভি ক্যামেরার সাহায্যে ঘটনার তদন্ত শুরু করেছে।