শিলিগুড়ি, ২ এপ্রিলঃ মোহনবাগানের নামে শিলিগুড়িতে রাস্তার নামকরণ।কলকাতার বাইরে এই প্রথম মোহনবাগানের নামে রাস্তার উদ্বোধন হল।রবিবার শিলিগুড়ির মহানন্দা লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের রাস্তার নতুন নাম হল ‘মোহনবাগান অ্যাভিনিউ’।রাস্তার নামের ফলক উন্মোচন করলেন মেয়র গৌতম দেব।
এদিন রাস্তার উদ্বোধন ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব।মোহনবাগান ফ্যান ক্লাব শিলিগুড়ি মেরিনার্সের তরফে নিরঞ্জন ঘাটের রাস্তা সহ গোটা শহরকে সবুজ মেরুন পতাকা এবং ব্যানারে সাজিয়ে তোলা হয়েছিল।শিলিগুড়ি পুরনিগমের তরফে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত, মোহনবাগান ক্লাবের খেলোয়াড় লিস্টন কোলাকো, শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, জেলাশাসক এস পুন্নমবলম সহ প্রশাসনের আধিকারিক ও ফুটবলপ্রেমীরা।
সংবর্ধনা অনুষ্ঠানের পর ‘মোহনবাগান অ্যাভিনিউ’ নামের ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে নতুন রাস্তার উদ্বোধন করা হয়।এরপর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে সূর্যসেন পার্ক পর্যন্ত রাস্তা পরিক্রমা করা হয়।মোহনবাগানের নামে রাস্তার নামকরণের পর স্বভাবতই খুশি শিলিগুড়ির ফুটবলপ্রেমীরা।