শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে অভিনব কায়দায় দুই নম্বর বরো অফিস অভিযান করল সিপিআইএম ২নম্বর এরিয়া কমিটি।এদিন বরো অফিসের সামনে রাস্তার মধ্যে শুয়ে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী সমর্থকেরা।
মঙ্গলবার ডেঙ্গি নিয়ে শিলিগুড়ি পুরনিমগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয় সিপিআইএম ২নম্বর এরিয়া কমিটি।তাদের অভিযোগ, শহরে নিকাশি ব্যবস্থা, জঞ্জাল সাফাই,ব্লিচিং ছড়ানো,ফগিং করা হচ্ছে না।এদিকে শহরকে পরিষেবা না দিয়ে দুর্গা পুজোর কার্নিভাল, মিটিং মিছিল নিয়ে ব্যস্ত পুরনিগম।এই কারণে অভিনব কায়দা মশারি টাঙিয়ে রাস্তায় শুয়ে বরো অফিস অভিযান করে বিক্ষোভে সামিল হন তারা।
এই বিষয়ে সিপিআইএম ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার বলেন, শারদ উৎসব এর আগে সমস্ত বরো অফিস অভিযান করছি।সাধারণ মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে।শহরবাসী যাতে সমস্ত রকম পরিষেবা পায় সেই কথাই আমরা স্মরণ করিয়ে দিতে অভিযান করছি।