শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দক্ষিণ পলাশ এলাকার ১২ বছরের নাবালিকাকে অপহরণ, পরে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত।ঘটনার ১১ দিন পর অভিযুক্ত মনোজ রায়ের মোটরবাইক উদ্ধার করলো প্রধাননগর থানার পুলিশ।শনিবার রাতে ধূপগুড়িতে এক আত্মীয়ের বাড়ি থেকে মনোজ রায়ের বাইক উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি মনিষ যাদব এবং প্রধাননগর থানার আইসি এর টিম ধূপগুড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী মনোজ রায়ের বাইকটিকে উদ্ধার করে।সূত্র মারফত পুলিশ খবর পায় যে অভিযুক্ত অন্ধ্রপ্রদেশে গিয়ে গা ঢাকা দিয়েছে।এই সূত্রের ভিত্তিতে পুলিশের একটি টিম অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনাও দিয়েছে।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যায় শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকার বাসিন্দা বছর বারোর নাবালিকা।নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে প্রতিবেশীর জামাই মনোজ রায়ের বিরুদ্ধে।ঘটনার ৮ দিন পর গত মঙ্গলবার সুকনা চা বাগানে নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়।ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত।