নকশালবাড়ির রঘুজোতে হাতির হানা, প্রানে বাঁচল একটি পরিবার

নকশালবাড়ি, ২২ নভেম্বরঃ নকশালবাড়ির বিভিন্ন জায়গায় হাতির তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ।  রঘুজোতে হাতির আক্রমণে প্রানে বাঁচল একটি পরিবার।


জানা গিয়েছে,গতকাল রাত ১টা নাগাদ ৪০-৫০টি হাতির একটি দল নকশালবাড়ি সংলগ্ন খড়িবাড়ির বিভিন্ন এলাকায় তান্ডব শুরু করে।এরপর রঘুজোতে দুলাল বর্মনের বাড়িতে তান্ডব চালায়।ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বাড়ি ভাঙচুর করে হাতির দলটি।পাশাপাশি বাড়িতে মজুদ করা খাবার সাবার করে ও ধানের খেতেও তান্ডপ চালায়।

সুনিতা বর্মন জানান, ৪০টি হাতির দল ঘরে আসতেই পালিয়ে যাই।ঘরে জিনিসপত্র ভেঙে দিয়েছে।রাতে খোলা আকাশের নীচেই ছিলাম।কিভাবে ঠিক হবে তা ভেবে পাচ্ছি না।বনবিভাগের তরফেও কোনো সহযোগিতা পাননি বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *