শিলিগুড়ি জাগরণী সংঘের তরফে আয়োজিত হবে ‘ন্যাশনাল ডে নাইট গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ আগামী ২৪ ডিসেম্বর শিলিগুড়ির সূর্যনগর মাঠে ২১তম ন্যাশনাল ডে নাইট গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি জাগরণী সংঘের সদস্যরা।


এদিন শিলিগুড়ি জাগরণী সংঘের সাধারণ সম্পাদক  সৈকত দে বলেন, তিন বছর বাদে শিলিগুড়ি জাগরণী সংঘ গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু করতে চলেছে।২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি খেলা হবে।এবছর মোট ১২টি দল অংশ নেবে।এছাড়াও প্রতিদিনের খেলায় সেরা খেলোয়াড়দের নগদ ৫০০ টাকা ও ফাইনালের সেরা খেলোয়াড়কে ২ হাজার টাকা দেওয়া হবে।প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় থাকছেন মেয়র গৌতম দেব।ফাইনাল খেলায় আতসবাজি সহ বর্ষবরণ অনুষ্ঠান থাকছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO