নকশালবাড়ি, ২০ জুনঃ নকশালবাড়িতে রথযাত্রা উৎসবে অংশগ্রহণের পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করলেন সাংসদ রাজু বিস্ত।এদিন প্রথমে নকশালবাড়িতে ইসকনের রথযাত্রা উৎসবে অংশ নেন তিনি।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বিধায়ক আনন্দময় বর্মনের সঙ্গে রথের দড়ি টানেন সাংসদ।পরে নকশালবাড়ির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।পাশাপাশি নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে জেনারেটর উদ্বোধন ও পরে নকশালবাড়ির খেমচী নদী ঘাটের উদ্বোধন করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্ত জানান, ইসকনের রথের উদ্বোধন করার পর মোদী সরকারের নয় বছরের কাজের খতিয়ান তুলে ধরে এমপি ফান্ডের দুটি কাজের উদ্বোধন করা হল নকশালবাড়িতে।