নববর্ষে পর্যটকদের জন্য সুখবর, NBSTC  এর তরফে পর্যটকদের জন্য বাস পরিষেবার উদ্বোধন   

শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ বাংলা নববর্ষে পর্যটকদের জন্য সুখবর।আগামী ২০ এপ্রিল থেকে এনবিএসটিসি এর তরফে শুরু হচ্ছে ট্যাক্সি সুবিধাসম্পন্ন বাস পরিষেবা।এদিন এই বাস পরিষেবার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব।


জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির জংশনে তেনজিন নোরগে বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫টি বাসের উদ্বোধন করা হয়।আগামী ২০ এপ্রিল থেকে পর্যটকদের নিয়ে ছুটবে এই ৫টি বাস।কম ভাড়ায় পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেবে এই বাস।

এই বাস পরিষেবা শুরু হলে পর্যটকদের অনেক সুবিধা হবে।জানা গিয়েছে, বিভিন্ন সময় পর্যটকদের সঙ্গে প্রাইভেট গাড়ি চালক সহ অন্যান্য ট্যাক্সি চালকদের মধ্যে গাড়ি ভাড়া নিয়ে সমস্যা হয়।এরফলে বিপাকে পড়েন পর্যটকেরা।আর পর্যটকদের কথা ভেবেই সরকারিভাবে শুরু হচ্ছে এই বাস পরিষেবা।এরফলে ৩-৪টি পরিবার একসঙ্গে বাসের বুকিং করতে পারবেন।    


এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, আমরা প্রথমে ৫টি বাস দিয়ে এই পরিষেবা শুরু করছি।একটি বাসে ২৭ জন বসতে পারবেন।বিভিন্ন টুরিস্ট স্পটের জন্য আলাদা আলাদা ভাড়া থাকছে।অনলাইন মাধ্যমে পর্যটকেরা বাসের বুকিং করতে পারবেন।

অন্যদিকে মেয়র গৌতম দেব বলেন, এটা এনবিএসটিসি’র খুব ভালো উদ্যোগ।এই পরিষেবা শুরু হলে পর্যটকদের সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *