শিলিগুড়ি, ২৮ নভেম্বর: জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য জমি হারা পরিবারগুলির হাতে অন্যত্র থাকার জন্য জমির পাট্টা তুলে দিল শিলিগুড়ি পুরনিগম।।
মাটিগাড়া থেকে শালুগাড়া পর্যন্ত চার লেনের কাজ শুরু হয়েছে। রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়কের পাশে ৪৫ ও ২ নম্বর ওয়ার্ডের ৩১ টি পরিবারকে জমি দিতে হয়েছে।জরুরি ভিত্তিতে সেই পরিবারগুলির হাতে পাট্টার কাগজ তুলে দেওয়া হল। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে সেই পাট্টার কাগজ পরিবারগুলির হাতে তুলে দেন মেয়র গৌতম দেব ও পুরনিগমের অন্যান্য মেয়র পারিষদ, আধিকারিকেরা।
৪৬ নম্বর ওয়ার্ডে পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে জমি দেওয়া হয়েছে। আগামীতে বাংলার আবাস যোজনায় পরিবারগুলিকে সেখানে ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানান মেয়র।