মুর্শিদাবাদ ও কেরল থেকে ৯ সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ  

পশ্চিমবঙ্গ ও কেরলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আল কায়দা জঙ্গি সন্দেহে মোট ৯ জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।


এই ৯ জনের মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করা হয়।এছাড়া কেরলের এর্নাকুলাম থেকে ৩ জনকে সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের আল কায়দা সন্ত্রাসবাদী গোষ্ঠী তাদের সন্ত্রাসবাদী হামলার চালানোর জন্য উদ্বুদ্ধ করত বলে জানিয়েছে এনআইএ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişgrandpashabet girişbaywin