হরিহর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে শুরু হল নিজদ্বারে বিদ্যালয় কর্মসূচি  

রাজগঞ্জ, ২৮ সেপ্টেম্বরঃ নিজদ্বারে বিদ্যালয় কর্মসূচি শুরু করলো রাজগঞ্জের হরিহর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।


জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এই কর্মসূচি চলবে ১ অক্টোবর পর্যন্ত।প্রতিদিন শিক্ষকরা বিভিন্ন গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যাপারে পরামর্শ দেবেন।এদিন স্কুলের শিক্ষকরা রাজগঞ্জের ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করেন।

স্কুলের প্রধান শিক্ষক মনোজিৎ পাল জানান, করোনা আবহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে।তাই পড়ুয়াদের কথা চিন্তা করে স্কুলের উদ্যোগে নিজদ্বারে বিদ্যালয় কর্মসূচি নেওয়া হল।প্রথমে পর্যায়ে ১ অক্টোবর পর্যন্ত ধারাগছ, মনুয়াগঞ্জ, মৌলানিগছ, সহদইপাড়া,  মোটাগছ, ক্ষেড়িপাড়া, জয়ন্তি কলোনি ও মেহেন্দিগছ গ্রামে গিয়ে পড়ুয়াদের পঠনপাঠনের সহযোগিতা করা হবে।আগামীতে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।


এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক অনিবার্ন ঠাকুর, ভুপেন চন্দ্র রায়,অরুন অধিকারি, সুমীত সাহা, মনোজিৎ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *