ফুলবাড়ি, ২৪ নভেম্বরঃ কারখানায় ঘর থেকে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালিতে।মৃত ব্যক্তির নাম রবি কংস বণিক।বয়স আনুমানিক ৫৪ বছর।
জানা গিয়েছে, কয়েকবছর ধরে জটিয়াকালির এক কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন ব্যক্তি। প্রতিদিনের মতো শনিবার রাতেও কাজ শেষ করে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।রবিবার সকাল গড়িয়ে ১টা বেজে গেলেও ঘর থেকে বের হননি তিনি।কারখানার অন্যান্য শ্রমিকরা অনেক ডাকাডাকি করলে কোনো সারাশব্দ না পেয়ে ঘরের এক জায়গা দিয়ে দেখেন ব্যক্তির দেহ বিছানায় পরে রয়েছে।দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল।
এরপরই খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পঞ্চায়েত সহ এলাকাবাসীদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।