শিলিগুড়ি পুরভোটঃ নির্বাচন শান্তিপূর্ণ করতে সম্পন্ন প্রশাসনিক বৈঠক  

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ আগামীকাল শিলিগুড়ি পুরভোট।নির্বাচন শান্তিপূর্ণ করতে বৃহস্পতিবার রাতে দীনবন্ধু মঞ্চে প্রশাসনিক বৈঠক করা হয়।এদিন এসডিও এর উপস্থিতিতে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হয়।শিলিগুড়িতে শান্তিপূর্ণ ভোট করানো নিয়ে এদিন আলোচনা হয়।


উল্লেখ্য, ভোট শান্তিপূর্ণ করতে মোট ২,৭৭২ জন পুলিশ কর্মী ভোট কেন্দ্রে মোতায়ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মধ্যে বাইরে থেকে ১৫০০ পুলিশ কর্মী শিলিগুড়িতে পৌঁছেছেন।পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ১২ জন ইন্সপেক্টর র‍্যাঙ্কের অফিসার, ২০০ এসআই এবং এএসআই, ৫০০ কন্সটেবল, ৬০ মহিলা কন্সটেবল ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগম ভোটে এবারে মোট ৫০২টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।যার মধ্যে ১৮ শতাংশ ভোটকেন্দ্র স্পর্শকাতর কেন্দ্র রুপে চিহ্নিত করা হয়েছে।স্পর্শকাতর কেন্দ্র গুলিতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে।


এদিন বৈঠকের পর শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ভোটগ্রহণ এবং ভোট গণনার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।নিরাপত্তার স্বার্থে ১৪ জন বরিষ্ট পুলিশ আধিকারিক, ৩০২ জন পুলিশ অফিসার মোতায়ন রাখা হয়েছে।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এক থেকে তিন ভোটগ্রহণ কেন্দ্রে একজন অফিসার এবং দুজন সশস্ত্র পুলিশ কর্মী মোতায়ন থাকবেন।অন্যদিকে চার থেকে ১০ ভোটগ্রহণ কেন্দ্রে একজন অফিসার এবং চারজন সশস্ত্র পুলিশ কর্মী মোতায়ন থাকবেন।নির্বাচন নিয়ে পুলিশের সমস্ত বিভাগই সজাগ রয়েছে।   

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *