শিলিগুড়ি, ২২ মেঃ নারী পাচার রুখতে পথ নাটিকা ও শিবিরের আয়োজন করে সাধারণ মানুষকে সচেতন করল এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে নারী পাচার ও নারী নিখোঁজের মত ঘটনা ঘটছে।নারী পাচার রুখতে এনজেপি থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করে এনজেপি থানা।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন এনজেপি থানার ওসি সমীর তামাং,সেকেন্ড অফিসার রঞ্জিত কুমার পাল,জলপাইগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যধ্যক্ষ দেবাশীষ প্রামানিক।
এদিন পথ নাটিকার মধ্য দিয়ে এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়।