শিলিগুড়ি, ২ অক্টোবরঃ শিলিগুড়ির বিভিন্ন ঘাট পরিদর্শন পুলিশ কমিশনারের।শনিবার নৌকাঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন কমিশনার গৌরব শর্মা।
এদিন জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিক ও অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে ঘাটগুলি পরিদর্শন করেন তিনি।দুর্গাপুজোর আগে নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যেই শহরে নাকা তল্লাশি শুরু হয়েছে।তার পাশাপাশি পুজোর সময় যাতে ট্র্যাফিক ব্যবস্থা ঠিক থাকে এবং বিসর্জনের সময় যাতে কোথাও বিশৃঙ্খলা না হয় সেজন্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে নদী ঘাটগুলি পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকেরা।
এদিন ডিসিপি জয় টুডু বলেন, ঘাটগুলিতে ঢোকার রাস্তা কোথায় এবং কীভাবে বিসর্জন হবে তা দেখতে ঘাটগুলি পরিদর্শন শুরু হয়েছে।ঘাট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও কথা বলা হচ্ছে।