শিলিগুড়ি, ২৬ আগস্টঃ আগাম না জানিয়ে আচমকা হস্টেলের গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে রাতভর ধর্নায় বসলেন ডেন্টাল কলেজের পড়ুয়ারা।বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতালের হস্টেলে ঘটনাটি ঘটে।শুক্রবার সকালেও আন্দোলনে নামেন পড়ুয়ারা।
ডেন্টাল কলেজের হস্টেলের আবাসিকদের অভিযোগ, অনেক আন্দোলনের পর রাতে হোস্টেলের গেট বন্ধ করার সময় ১০টা থেকে বাড়িয়ে ১১ টা করা হয়েছিল।এরপর পড়ুয়াদের কোনরকম না জানিয়ে আচমকা নতুন নিয়ম করা হয়।নতুন নিয়ম করে রাত সাড়ে ৯টায় গেট আটকে দেওয়া হয়।এরপর গেটের বাইরেই ছিল অনেক পড়ুয়া।অনেকবার ডাকাডাকির পরেও গেট না খোলায় বাধ্য হয়ে হস্টেলের বাইরেই ধর্নায় বসেন তারা।
এরপরও কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর না মেলায় শুক্রবার সকাল থেকে ফের আন্দোলনে নামে পড়ুয়ারা।পড়ুয়াদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় পঠনপাঠন।