শিলিগুড়িতে ‘নষ্ট বিরিয়ানি’ ঘিরে রাজনীতি, আন্দোলনে বিজেপি

শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ পড়ুয়াদের নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি বিলির অভিযোগে এবার আন্দোলনে নামল বিজেপি। মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার আগে স্কুল পড়ুয়াদের নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি দেওয়া হয়েছিল। যা খেতে না পেরে ফেলে দেয় পড়ুয়ারা। সেই ঘটনা সামনে আসার পর আন্দোলনে ডাক দেয় বিজেপি। বুধবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে তারা অবস্থান বিক্ষোভ করে। রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আনন্দময় বর্মন,শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির জেলা কমিটির নেতৃত্ব ও কর্মীরা।


এদিন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আনন্দময় বর্মন বলেন, প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক সভা করেন।তার জন্য গোটা শহরবাসীকে হেনস্থা হতে হয়েছে। পাশাপাশি এই রাজনৈতিক সভাকে সফল করতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।ছাত্র-ছাত্রীদের বিরিয়ানি খাওয়ার নামে অপমান করা হয়েছে।

পাশপাশি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,   যারা দায়িত্বে ছিলেন, তাঁদের সতর্ক থাকা উচিত।কিন্তু সতর্ক থাকার বদলে অন্যের দিকে আঙুল তুলছেন।সরকারি পয়সায় ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।


পালটা এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, কিছু খাবার গরমে নষ্ট হয়ে গিয়েছিল।পরে তা বদল করে দেওয়া হয়েছে।যাদের কাজ নেই, তাঁরা রাস্তায় নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *