শিলিগুড়িতে চলছিল গাড়ির নম্বর প্লেটের কারবার, পর্দাফাঁস করলো পুলিশ- গ্রেফতার ১

শিলিগুড়ি, ১৩ মার্চঃ কনসালটেন্সির আড়ালে শিলিগুড়িতে চলছিল গাড়ির নম্বর প্লেটের কারবার।পর্দাফাঁস করলো ভক্তিনগর থানার পুলিশ।উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে গাড়ির নম্বর প্লেট।ঘটনায় গ্রেফতার ১।ধৃতের নাম সুরেশ সিং(৪৪)।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভক্তিনগর থানার অন্তর্গত আইটিআই মোড় সংলগ্ন বিদ্যাসাগর ক্লাবের কাছে গাড়ির কাগজপত্র তৈরির একটি কনসালটেন্সি দোকানে প্রচুর পরিমাণে গাড়ির নম্বর প্লেট মজুত করে রাখা হয়েছিল।এই খবর পেয়েই ভক্তিনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালায়।সেই দোকান থেকে উদ্ধার হয় ১০৬টি ট্যাক্সি ও প্রাইভেট গাড়ির নম্বর প্লেট।দোকানের মালিককে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তার কোনো বৈধ নথী দেখাতে পারেননি তিনি।এরপরই গ্রেফতার করা হয় সুরেশ সিংকে।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।    

উল্লেখ্য, নতুন গাড়ি কেনার ১৫ দিন বা ১ মাস পর আরটিও এর তরফে গাড়ির নম্বর প্লেট দেওয়া হয়।এই নম্বর প্লেট আরটিও ছাড়া অন্য কোনো জায়গা থেকে লাগানো যায় না।তবে সেই দোকানে প্রচুর পরিমাণে গাড়ির নম্বর প্লেট কোথা থেকে এলো এবং কার নির্দেশে তা রাখা হয়েছিল তা নিয়েই উঠছে প্রশ্ন।


এই ঘটনা নিয়ে আরটিও কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobet girişjojobetCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom giriş